এইসএসসি পরীক্ষার্থী- ২০২২
তোরা এইসএসসি পরীক্ষার্থী' ২২ পরীক্ষা আসন্ন,
সর্বদা সচেষ্ট কাটাতে তোদের বিষন্ন।
জীবনের অনেক সময় কেটেছে করোনায়, অদম্য উচ্ছ্বল তোরা হেরে যাওয়ার নয়।
দুই বছরের কোর্স কেটেছে তিনে, এসব কিন্তু থাকবে তোদের মনে।
ক্লাস ফাঁকি দিতে করেছ কত চালাকি, শিক্ষকরাও মাঝেমধ্যে দিয়েছে ক্লাস ফাঁকি।
এসব নিয়ে কেটে গেল দেখতে দেখতে দুটি বছর,
সময়ের পেলাম না কোনো আচর।
অনেক শাসন করে তোদের দিয়েছি যা শিক্ষা।
এসব নিয়ে এগিয়ে গেলে পাবি জীবনের দীক্ষা।
শুরু থেকে শেষ পর্যন্ত যত ছিল দায়িত্ব, শিক্ষক হিসেবে পারিনি তাহা একথাই সত্য!
আমাদের ভুল আছে ঠিক তোদেরও কিন্তু কম নয়, নিজেদের ভুল শুধরে নিয়ে খাঁটি মানুষ হতে হয়।
শর্টকাট সিলেবাসে এবার দিতে হবে এক্সাম, সময়ের ব্যবহার লাগবে কিন্তু একদমই ম্যাক্সিমাম।
পড়ালেখা বাদ দিয়ে অনেকের অভ্যাস,
মোবাইলে এক্সপার্ট হবে দিয়েছিলাম পূর্বাভাস।
এসএসসি পাস করে ইংরেজি ছাড়া
২২ সালের ইংরেজি ফলাফল হবে বৃদ্ধি!
২২ এর ব্যাচ ধরল আবার সিলেটের বন্যায়, রুটিন আবার চেঞ্জ হলো এ কেমন অন্যায়!
বিদায়ের কথা বলতে যখন আসো আমার কাছে, দোয়া আর আশীর্বাদ ছাড়া কিবা দেওয়ার আছে।
ভালো যেটুকু পেয়েছো তোরা করেছ মোদের অনুসরণ
সমাজ পরিবর্তন হবে দেখে তোদের ধরন।
লেখক: মো: নিজাম উদ্দিন সাইফ
প্রভাষক, ইংরেজি বিভাগ, সুবিদখালী সরকারি কলেজ, মির্জাগঞ্জ পটুয়াখালী।